আইনজীবী শাহজাহান আলীর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা | দৈনিক মাথাভাঙ্গা

আইনজীবী শাহজাহান আলীর স্মরণে কোর্ট রেফারেন্স ও শোকসভা | দৈনিক মাথাভাঙ্গা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড. শাহজাহান আলীর মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স ও দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। কোর্ট রেফারেন্সে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এবং অন্যান্য আদালতের বিচারকবৃন্দ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ আকসিজুল ইসলাম রতন। কোর্ট রেফারেন্সে মরহুম আইনজীবী শাহজাহান আলীর জীবনী পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ সেলিম উদ্দিন খান এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী

অ্যাড. শাহাজান আলী

আলহাজ¦ মোসলেম উদ্দিন। দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুম আইনজীবী শাহজাহান আলীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর সঞ্চালনা করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী মাহতাব হোসেন। শোকসভায় সিনিয়র আইনজীবী আলহাজ¦ মোসলেম উদ্দিন, এসএম আসাদুজ্জামান, আনছার আলী, মাহতাব হোসেন, মুন্সি এমএম শাহজাহান মুকুল, আসম আব্দুর রউফ, আবুল বাশার, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আশরাফুল ইসলাম খোকন-জিপি, আকবার আলী, বেলাল হোসেন-পিপি, আব্দুল খালেক, মহ: শামসুজ্জোহা, তালিম হোসেন, আহসান আলী, নাজমুল হাসান লাভলু, শফিকুল ইসলাম শফি, খন্দকার অহিদুল আলম মানি, মনিবুল হাসান পলাশ ও আবু তালেব বিশ^াস-স্পেশাল পিপি অংশগ্রহণ করেন। শোকসভায় দোয়া পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। শোকসভায় মরহুম আইনজীবী শাহজাহান আলীর কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এবং আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। প্রসঙ্গত: অ্যাড. শাহজাহান আলী ১৯৭১ সালে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ম বিভাগে এসএসসি, ১৯৭৩ সালে চুয়াডাঙ্গা কলেজ থেকে ২য় বিভাগে এইচএসসি, ১৯৮১ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৮২ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪ সালে ৫ মার্চ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট প্রাপ্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্টে বিভাগেও আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা জজ কোর্টে এপিপি এবং জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি হিসেবেও দায়িত পালন করেছেন। গত ১৪ নভেম্বর দুপুরে আদালতে মামলা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে শাহজাহান আলীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Explore More Districts