১৮ নভেম্বর ২০২৩ শনিবার ৯:১৫:২০ অপরাহ্ন |
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বরগুনার মায়ের দোয়া নামের একটি ট্রালার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১২ জেলের ৮ জেলে নিখোঁজ হয়েছেন। ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
বঙ্গোপসাগরে মায়ের দোয়া নামের একটি ট্রলারে ১২ জন জেলে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৪ জন জেলেকে ভাসমান অবস্থায় অন্য আরেকটি মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে আসে। বাকি ৮ জেলের এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। এদের মধ্যে নিখোঁজ এক জেলে পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার আবুল কালাম কালু।
নিখোঁজ জেলে আবুল কালাম কালুর মেয়ে ফাতিমা রিমু বলেন, ‘আমার বাবা ৪ দিন আগে সাগরে মাছ শিকারে যায়। গতকাল ঝড়ের কবলে পড়ে সাগরে ওই ট্রলারটি ডুবে গিয়ে আমার বাবা নিখোঁজ হন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় সৃষ্টির আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া অনেক জেলের সন্ধান আমরা পাইনি। ডুবে যাওয়া মায়ের দোয়া ট্রলারের উদ্ধার হওয়া ৪ জেলে পটুয়াখালীর মহিপুর এলাকার একটি মৎস আড়তে আছেন, এমন খবর পেয়েছি।’
এছাড়া সুন্দরবনের আশেপাশে আশ্রয় নেওয়া ট্রলারগুলোর সাথে যোগাযোগ না হওয়ায় নিখোঁজের সঠিক তথ্য এখনই বলা সম্ভব না বলে জানান তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |