ফেনীতে অবরোধে বিএনপির বিক্ষোভ, গ্রেপ্তার ৬

ফেনী | তারিখঃ November 9th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3742 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয দিন বৃহস্পতিবার পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে বুধবার সকালে অবরোধ সমর্থনে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় কলেজ ছাত্রদলের দুই নেতাকে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলি নিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতারা। অবরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, অবরোধ সমর্থনে তার নেতৃত্বে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাকিমসের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কপিল উদ্দিন মামুন, সদর উপজেলা বিএনপি সদস সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, ফেনী পৌর বিএনপি আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবা উদ্দিন ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বিভিন্ন জায়গায় অবরোধ সসমর্থনে মিছিল বের করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

এদিকে অবরোধে বুধবার সকালে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এক দফা দাবি আদায়ে সর্বাত্মক অবরোধ; ফেনী সরকারি কলেজ ছাত্রদল’ লিখা ব্যানার কলেজের প্রধান ফটকে ঝুলিয়ে তালা লাগিয়ে দেয়ার অভিযোগে ছাত্রদল নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে পুলিশে দেয়ার অভিযোগ করেছে জেলা ছাত্রদল।

ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব বলেন, ‘কলেজে তালা দিয়ে ব্যানার টাঙানোর ঘটনায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান ও ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি একরামুল হক কে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, ‘ছাত্রদল নেতা জিল্লুর রহমান ও একরামের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। তারপরও আওয়ামী সন্ত্রাসীরা জিল্লুকে তার বাড়ি থেকে এবং একরামকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মারধর করে পুলিশে দিয়েছে। পুলিশ তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আমরা এর নিন্দা জানাই।’

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন জানায়, বুধবারের মতো বৃহস্পতিবারও কলেজে স্বাভাবিক দিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলমান ছিলো।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, জিল্লু ও একরাম নামের দুই যুবককে পৃথক ঘটনায় আটক করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেনী পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, অবরোধে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। সড়ক-মহাসড়কে পুলিশ-র‍্যাবের পাশাপাশি বিজিবি’র টহল জোরদার রয়েছে।

Explore More Districts