ছাত্রলীগের উদ্যেগে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত – Daily Gazipur Online

ছাত্রলীগের উদ্যেগে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের জন্মদিন পালিত – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে স্বাধীনতা পদক প্রাপ্ত মৃত্যুঞ্জয়ী ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৭৩তম জন্মদিন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেট নুরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু।
অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরবের সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, স্বপন মৃধা, ৪৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
মিলাদ শেষে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts