বাউফলে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে যুবলীগের মহড়া

বাউফলে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে যুবলীগের মহড়া

৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন

Print this E-mail this


বাউফলে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে যুবলীগের মহড়া

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস ঠেকাতে পটুয়াখালীর বাউফল উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজারগুলোতে মোটরসাইকেল মহড়া দিয়েছেন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৮নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদের নেতৃত্বে প্রায় শতাধিক মটরসাইকেল নিয়ে ওই মহড়া বের হয়। তারা পৌরশহরের হাসপাতাল রোড, থানা সড়ক, কুন্ডুপট্টি, গোলাবাড়ি সড়ক, কালাইয়া বন্দর, দাশপাড়া বাস স্ট্যান্ড, নুরাইনপুর বাজার ও বিলবিলাস ঘুরে জনতা ভবনে গিয়ে মহড়া শেষ করেন।

এসময় নেতাকর্মীরা বিএনপি- জামায়াতের অবরোধ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এস ফয়সাল আহম্মেদ মনির মোল্লা জানান, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, জ্বালাও পোড়াও ঠেকাতে ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে স্থানীয় সংসদ ও সাবেক চীপ হুইপ আ.স.ম ফিরোজের নির্দেশে যুবলীগ মাঠে থাকবে। যেখানেই বিএনপি জামায়াত নৈরাজ্য করার চেষ্টা করবে, যুবলীগের নেতাকর্মীরা সেখানেই তা প্রতিহত করবেন। ওই মহড়ায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারন  সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, নাজিরপুর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মো. ফরহাদ গাজী, বাউফল সদর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মো. মহিবুল ইসলাম সাদ্দাম, ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts