ফেনী | তারিখঃ November 7th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 501 বার

ছাগলনাইয়া প্রতিনিধি->>
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ফের আগুন সন্ত্রাস চালাচ্ছে বিএনপি জামায়াত। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে বিএনপি-জামায়াত। জ্বালাও-পোড়াও হরতাল-অবরোধ দিয়ে বিএনপি রেহাই পাবে না। এসব সহিংসতা চালিয়ে তারা উন্নয়ন রুখতে পারবে না।
দেশে আর কোন ধরণের অরাজগতা হতে দেয়া হবে না। আগামী নির্বাচন যথা সময়ে হতে সকলের সহযোগীতা প্রয়োজন।
বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নির্বাচান বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। এই উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি দেশ-বিদেশিদের নিয়ে নানা চক্রান্ত করছে। উন্নয়নের স্বার্থে এ সরকার বারবার দরকার।
উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসদ কমিটির সভাপতি নুরুল আমিন।
সমাবেশের আগে শহরের আদালত মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করে দলটি। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হন।
মিছিলে জাসদ এর নারী ও পুরুষসহ কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।