পুলিশ উদ্দেশ্য করে বোমা নিক্ষেপের অভিযোগে বাবুগঞ্জে ৩৯ জনকে আসামী করে মামলা
২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৪:৩৮:২৬ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে পুলিশের ডিউটিরত একটি দলকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ ও সরকারি সম্পদ ক্ষতির অভিযোগে ৪০ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) হাবিবুর রহমান রিপন নামের একজনকে আটক করেছে পুলিশ। মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদারসহ ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আজিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- রাজন সিকদার, সবুজ আকন, মোঃ রফিকুল ইসলাম, রাফিল, আতিক আল আমিন, রত্তন আলী কবিরাজসহ ৪০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাত ৪টা ৩০ মিনিটে বিএনপি নেতাকর্মীরা বাবুগঞ্জ বাজার সংলগ্ন পুরাতন স্টীল ব্রীজ পৃর্ব পাশের রাস্তায় আবস্থান করছিলো। এসময় গোপন সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনা স্থানে পৌঁছায়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির ও জামায়াতের নেতাকর্মীরা একটি ককটেল (হাত বোমা)নিক্ষেপ করেন এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। আসামিরা বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার উদ্দেশ্যে পুলিশের উপরে এই বোমা নিক্ষেপ করেন বলে জানিয়েছে থানা পুলিশ।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন, গত ১ নভেম্বর অবরোধের সমর্থকরা পুলিশের উপরে হাত বোমা নিক্ষেপের ঘটনায় একটি মামলা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে অবরোধে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাংচুর
পটুয়াখালী-১ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য হচ্ছেন আফজাল
সাদিক আব্দুল্লাহর পর এবার টার্গেট হাসানাত আব্দুল্লাহ