আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক: শ ম রেজাউল

আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক: শ ম রেজাউল

২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার ৯:৩৬:৫৮ অপরাহ্ন

Print this E-mail this


আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা আর চাই না যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাক, আমরা চাই না দুর্নীতিবাজরা আবার লম্ফ ঝম্ফ দিক, আমরা চাই না দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক, এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, দলের ভিতরে কোনো বিভাজন করা যাবে না। মান অভিমান থাকতে পারে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা না এলে আবার অন্ধকারে চলে যাবে দেশ। আবার দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দিয়ে চাঁদ তারা পতাকা উঠাতে চাইবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, দুর্নীতি দূর করতে, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা প্রতীকে ভোট দিবেন শেখ হাসিনার পক্ষে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ ও সদর থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts