কলাপাড়ায় স্কুলের পুরাতন ভবনের বিম ধসে শ্রমিকের মুত্যু

কলাপাড়ায় স্কুলের পুরাতন ভবনের বিম ধসে শ্রমিকের মুত্যু

১৮ অক্টোবর ২০২৩ বুধবার ১০:০৬:২৪ অপরাহ্ন

Print this E-mail this


কলাপাড়ায় স্কুলের পুরাতন ভবনের বিম ধসে শ্রমিকের মুত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলের পুরাতন ভবন অপসারণ করতে গিয়ে বিম ধ্বসে আল-আমিন হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত আল-আমিন ওই ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনির মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আল-আমিনসহ তিন শ্রমিক ওই বিদ্যালয়ের পুরাতন একটি ভবন অপসারণের কাজ শুরু করে।

বেলা এগারোটার দিকে ওই ভবনের বিম মাথায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে থানায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts