মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসা কিলার গ্রুপের প্রধান সমিউদ্দিন গ্রেপ্তার

মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসা কিলার গ্রুপের প্রধান সমিউদ্দিন গ্রেপ্তার

মহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসা কিলার গ্রুপের প্রধান সমিউদ্দিন গ্রেপ্তার

বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে সমন্বয়কারী ও হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দনকে কক্সবাজার কুতুপালং এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমিউদ্দিন।

তিনি আরো জানান, আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দন শতাধিক মামলার আসামি। মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যাকাণ্ড।

এআই

Explore More Districts