ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

১৫ অক্টোবর ২০২৩ রবিবার ৮:৪৪:০০ পূর্বাহ্ন

Print this E-mail this


ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

বাউফল (পটুয়াখালী): পটুয়াখালী বাউফল উপজেলায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে আটক তিন মাছ ব্যবসয়ীকে ছিনতাইয়ের মো. হুমায়ুন কবীর নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালি মাছ বাজারে এ ঘটনা ঘটে। আটক হুমায়ুন কবীর কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষন অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজারে গিয়ে দেখতে পান তিন মাছ ব্যবসায়ী ইলিশ ও সামুদ্রিক মাছ বিক্রি করছেন। তাদেরকে মাছসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হয়। এ সময় আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসামিদের সরিয়ে দেন। এরপড়ই এ ঘটনায় অভিযুক্ত ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়িদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুময়াুন কবীরকে থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts