ফেনী | তারিখঃ October 14th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3492 বার

শহর প্রতিনিধি->>
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে চারঘন্টার অনশন কর্মসূচি পালিত হয়েছে। ফেনী শহরের ইসলামপুর রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে।
ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য এনামুল হক, জয়নাল আবেদীন বাবলু, সাইফুর রহমান রতন, মনজুর হোসেন বাবর, গোলাপ রসুল গোলাপ, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তপন কর।
নুর হোসেন সেলিম এর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন চেয়ারম্যান, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি এ, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি, দাগনভূঁইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন, জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মৎসজিবী দলের সদস্য সচিব মিজানুর রহমান, জেলা তাঁতি দলের আহবায়ক সরওয়ার জাহান শ্রাবণ সহ বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চারঘন্টা পর দুপুর ২টার দিকে জুস খাইয়ে অনশন ভাঙ্গান সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ফেনী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, ফ্যাসিস্ট সরকারের কাছে আমরা আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাইবো না, এই অক্টোবরেই চূড়ান্ত আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণের আহবান করছি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে যেয়ে উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচীতে শতাধিক নেতা-কর্মী যোগদান করেন।