চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ৩

চৌগাছায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ৩

chowgacha jessore map

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম সরকারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণপুর ইউনিয়নের হাজরা খানার গ্রামের মতিয়ার রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসি কামরুজ্জামান শিমুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন ও স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত ভগিরতি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বুন্দলীতলা গ্রামের বাসিন্দা শাহ্ আলম সরকারকে নিয়ে কুরচিপূর্ণ অশ্লীল ভিডিও তৈরি করে আটককৃতদের ফেসবুক আইডিতে প্রচার করে। আ.লীগ নেতা শাহ আলম সরকার বর্তমানে ঢাকায় বসবাস করেন। এজন্য এ ঘটনায় ২০২৩ সালের ১৭ মে তারিখে নিজেই বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে ঢাকার খিলগাও থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩৯। পরে মামলাটি ডিবিতে নেওয়া হয়। এর পরে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ঢাকা দক্ষিণ সাইবার ক্রাইম বিভাগ) এর এসআই আলী আহমেদ।

এ ব্যাপারে আটক কামরুজ্জামান শিমুলের ভাই জনপ্রতিনিধি মনিরুজ্জামান মিলন বলেন, আমার ভাই মালয়েশিয়া প্রবাসি। সম্প্রতি দেশে এসেছে। সে কি করেছে আমরা কিছুই জানিনা। শুনেছি এ ভিডিওটি শেয়ার করেছে। এতে অন্যায় হয়ে থাকলে আইনে যে বিধান আছে সে অনুযায়ী লড়াই করতে হবে।
এ ঘটনায় অন্য আসামিরা খুব দ্রুতই আটক হবে আশাবাদ ব্যক্ত করেছেন মামলার বাদী শাহ আলম। ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি ঢাকায় হওয়ার কারনে আসামীদের ঢাকায় নেওয়া হয়েছে।

Explore More Districts