বরিশালে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার ৭:১৬:০৩ অপরাহ্ন

Print this E-mail this


বরিশালে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

সৈয়দ মুন্নাঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মারা গেছেন ১২৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৭১ জন। শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়ারা হলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিমালা (৭০) ও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আফছানা (২১)। তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৭ জন , পটুয়াখালীতে ২৭ জন, পিরোজপুরে ৩৮ জন, ভোলায় ৪৩ জন, বরগুনায় ১ জন ও ঝালকাঠিতে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৮ হাজার ৪৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩২৮ জন। বিভাগে ১২৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯১ জন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৭ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts