গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার |

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার |

 


 রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ড রঘুনন্দনপুর এলাকার নূর ইসলাম হাওলাদারের ছেলে মো. রুবেল হাওলাদার (৩৫), মানিকগঞ্জ সদর উপজেলার মনোরা এলাকার মৃত মোজাফ্ফর আলী’র ছেলে মো. সাদ্দাম হোসেন (২৭), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্তের পাড়া’র মৃত ফজলু খানের ছেলে সেলিম খান (৩৮) ও সিরাজগঞ্জ সলঙ্গা উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগ জীবনপুর গ্রামের মৃত ধীরাজ আকন্দের ছেলে মো. দুলাল আকন্দক (৪৮)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গত বুধবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৃথক ১২.৫ গ্রাম হেরোইন ও ২শ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পৃথক পৃথক ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Explore More Districts