কালিয়াকৈরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন – Daily Gazipur Online

কালিয়াকৈরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন – Daily Gazipur Online

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়।
বুধবার সকালে কালামপুর মধ্যপাড়া এলাকায় হোপ ফর চিলড্রেন (HFC) এর পরিচালনায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল সমাজের মানুষ কে সচেতন ও সজাক করে তোলা, যেন তারা কোনো ভাবে কন্যা সন্তানের প্রতি অবহেলা না করে, তাদেরকে যেন সমান অধিকার ও যত্ন নেওয়া- দেওয়া হয়, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত না করা হয়।
হোপ ফর চিলড্রেন (HFC) এর সোশ্যাল ওয়ার্কার (SW) জনি বম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হোপ ফর চিলড্রেন এর কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর রিভারভিউ প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা ও সমাজ কর্মী তন্দ্রা বোখারী।
তারা বলেন, অনেকে মনে করেন মেয়েরা সমাজের বোঝা, মেয়েদের সমাজে কোন মূল্য নেই। কিন্তু প্রকৃতপক্ষে মেয়েরা আজ দেশের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। আজ মেয়েরা পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে চলেছে। তিনি সমস্ত কন্যা সন্তান দের উদ্দেশ্যে বলেন, তোমরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অর্ধ-সাপ্তাহিক সুবানী ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা।
আরো উপস্থিত ছিলেন, সমাজ কর্মী ফিরোজা আক্তার, কালামপুর গ্রামের কন্যা শিশু ও কমিউনিটি নারী বৃদ্ধ।

Print Friendly, PDF & Email

Explore More Districts