২০২৩-২৪ অর্থবছরের জন্য ডিলিং লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি

২০২৩-২৪ অর্থবছরের জন্য ডিলিং লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি

অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর আওতায় লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য, সিমেন্ট, খুচরা ও পাইকারী কাপড়, শিশু খাদ্য, সিগারেট (পাইকারী ও পরিবেশক), সুতা (খুচরা) ইত্যাদি ব্যবসা পরিচালনার জন্য খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সসমূহ ২০২৩-২৪ অর্থবছরের জন্য নবায়নের সময় আগামী ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ইস্যুকৃত ডিলিং লাইসেন্সটি নবায়ন না হয়ে থাকলে বর্ধিত সময়ের মধ্যে হালনাগাদ করে ব্যবসা পরিচলনা করার জন্য অনুরোধ করা হলো। বর্ধিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ এর ধারা-২২ এর উপধারা-১০ অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে এবং পুনরায় নতুন লাইসেন্স গ্রহণ করতে হবে।-তথ্য বিবরণী।

 

Explore More Districts