নগরীর চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নগরীর চার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার: নগরীর গরীব নেওয়াজ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে প্যাথলজি পরিচালনা, চিকিৎসক না থাকা ও নোংরা পরিবেশের অভিযোগে নগরের সাতরাস্তা মোড় এলাকার অবস্থিত এ ক্লিনিকে এ জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার খুলনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ডা. ঊষা বলেন, নগরের চারটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসায় অব্যবস্থাপনা ও কাগজপত্র ঠিক না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে গরীব নেওয়াজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা এবং হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ লাইন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Explore More Districts