রাজবাড়ীতে “মা” ইলিশ সংরক্ষণে ২২ দিন পদ্মায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ |

রাজবাড়ীতে “মা” ইলিশ সংরক্ষণে ২২ দিন পদ্মায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ |

 

ইমরান হোসেন মনিম,   রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে ২০২৩-২০২৪ প্রজনন মৌসুমে “মা” ইলিশ সংরক্ষণে আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় নদীতে জেলেরা ইলিশ মাছসহ যে কোন মাছ আহরন, মজুদকরণ, সংরক্ষণ, ক্রয় বিক্রয়, পরিবহনসহ সব ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অথচ অভিযান পরিচালনার আর মাত্র এক দিন বাকী থাকলেও ২২ দিন বন্ধ সময়ের আগে জেলেরা এখনো পাননি সরকারী কোন ধরনের সহযোগিতা।

রাজবাড়ী জেলার চারটি উপজেলাই পদ্মা নদীর তীরবর্তী। এ অঞ্চলের অধিকাংশ মানুষ মাছ ধরার সাথে সম্পৃক্ত। জেলায় কার্ডধারী জেলের সংখ্যা ১৪ হাজার ৯৩ জন থাকলেও অভিযানের বন্ধ সময়ে সেখানে চাল দেওয়া হবে ৪ হাজার ৬শ ৯৩ জনকে। এদিকে অভিযানের সময় শুরুর দুই দিন আগেই জেলেদের নৌকা ও জাল নদী থেকে উপরে তুলে রেখেছেন তারা। কিন্তু অভিযান চলাকালীন সময়ে সরকার প্রতি বছরই সরকারী সহায়তা হিসেবে ভিজিএফের ৮০ কেজি করে জেলে কার্ড ধারীদের মাঝে চাল বিতরণ করা হত।অথচ বন্ধের এ সময়ে জেলেদের প্রাপ্য চাল তাদের মাঝে এখনো বন্টন করা হয়নি। এবছর আবার ৮০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য অধিপ্তর। কিন্তু এ সামান্য চাল তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন তা নিয়ে রয়েছে জেলেদের মাঝে দুঃশ্চিন্তা। জেলেরা চান চালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ডাল,তেল সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দেওয়ার দাবী জানান তারা। সদর উপজেলায় জেলেল সংখ্যা ৪ হাজার ২শ ৬১জন। এর বিপরীতে ২৫ কেজি করে চাল দেওয়া হবে ২ হাজার ২শ ৬১ জনকে।

চলতি বছর ইলিশ ধরার সাথ ৪ হাজার ৬শ ৯৩ জন ইলিশ ধরার সাথে জড়িত জেলেদের ভিজিএফের ২৫ কেজি করে চাল বিতরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময়, জেলা প্রশাসন, জেলা উপজেলা ম্যাজিষ্ট্রট, পুলিশ প্রশাসন, জেলা কমান্ড্যান্ট, উপজেলা প্রশাসনসহ পুলিশ মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী টহলে থাকবে বলে জানান কতৃপক্ষ।

শুকুমার হালদার, পরিতোষ হালদারসহ অন্যান্য জেলেরা বলেন, এবছর নদীতে ইলিশ মাছ অনেক কম। এদিকে আবার অভিযান শুরু হবে কাল থেকে। ২২ দিন বন্ধ সময়ের আগে আমাদের সরকারী কোন সহযোগিতা এখনো দেওয়া হয়নি বলে জানান। বন্ধ সময়ে সবসময় ৮০ কেজি চাল দেওয়া হলেও এখন শুনছি ৮০ কেজির পরিবর্তে ২৫ কেজি চাল দেবে। কিন্তু আমাদের পরিবার নিয়ে ধার দেনা, কিস্তি পরিশোধ কিভাবে করবো তা নিয়ে দুঃশ্চিন্তায় কাটছে দিন। এখন পর্যন্ত নদীতে ইলিশের পরিমান অনেক কম বলে জানান তারা।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মশিউর রহমান বলেন, নদীতে ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ আরহন বন্ধ সময়ে অভিযান পরিচালনার সময়, জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ২৫ কেজি করে চাল বিতরন করা হবে। অভিযানের আগেই এ চাল বন্টন হবে। চলতি বছর বৃষ্টির কারনে গত বছরের চাইতে ইলিশের পরিমান বাড়বে বলে জানান তিনি।

Explore More Districts