স্টাফ রিপোর্টার ঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)-৬এর একটি দল অভিযান চালিয়ে যশোরের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সামাদকে(৩৮) গ্রেফতার করেছে। গতকাল ভোররাতে তাকে গ্রেফতারের পর যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬এর মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বর্ণিত আসামী ২০০৯ সালের ১১ ডিসেম্বর বিপুল পরিমান ফেন্সিডিলসহ যশোর কোতয়ালী মডেল থানা এলাকা হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। পওে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। উক্ত মামলায় তিনি ১১ মাস কারাভোগের পর আদালত হতে জামিনে মুক্তি লাভ করে আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকেন।
অপরদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী আব্দুস সামাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। যার অংশ হিসেবে গতকাল ভোররাতে তাকে নড়াইলের লোহাগড়া থানার নড়াগাতী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুস সামাদের পিতা মৃত: আ: বারেক শেখ এবং যশোর কোতয়ালী থানার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও র্যাবের মিডিয়া সেল জানায়।
