মেধাবী প্রদীপ পালের পাশে জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশন

মেধাবী প্রদীপ পালের পাশে জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশন

মেধাবী প্রদীপ পালের পাশে জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশন

মেধাবী প্রদীপ পালের পাশে জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশন

ফরিদপুরের সালথার বলভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের হতদরিদ্র পরেশ পালের ছেলে প্রদীপ পাল এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে।

এজন্য গতকাল শনিবার বাউশখালি রাধাগোবিন্দ সেবাশ্রম প্রঙ্গনে তাকে আর্থিক সহায়তা ও টিশার্ট প্রদান করেন জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী অনুকুল বিশ্বাস।

ভ্যানচালক বাবা অনেক কষ্টে তার পড়ালেখা চালিয়ে নিচ্ছেন। তার বই খাতা কেনার জন্য এগিয়ে এসেছে জমিদার সত্যজিৎ সিংহ এআই রিসার্চ ফাউন্ডেশন। এসময় তার হাতে তুলে দেওয়া হয় নগদ দুই হাজার টাকা ও একটি টিশার্ট ।

এসময় উপস্থিত ছিলেন রাধাগোবিন্দ সেবাশ্রমের পূজারী পরেশ গোসাইসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Explore More Districts