একের পর এক কম্পন, আসছে সুনামি? উপকূল অঞ্চল ফাঁকা, কাঁপছে ইজু দ্বীপ

একের পর এক কম্পন, আসছে সুনামি? উপকূল অঞ্চল ফাঁকা, কাঁপছে ইজু দ্বীপ

জাপানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে টোকিওর কাছে উপকূলীয় চিবা শহরের থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে তোশিহিরো শিমোইয়ামা জানিয়েছেন, এখন সাগরের কাছে যাওয়া একেবারেই উচিত নয়৷ তিনি বলেছেন, ‘আপাতত উপকূলের কাছে কেউ যাবেন না৷’

Explore More Districts