শ্রীপুরে জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দল নিরসন। Magura news

শ্রীপুরে জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগের দীর্ঘদিনের কোন্দল নিরসন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে মাগুরা শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের আওয়ামী লীগের দীর্ঘদিনের দলীয় কোন্দল নিরসন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনার মাধ্যমে সাবেক ইউপি সদস্য সব্দাল শেখ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্নালি জোয়ারদার রিয়ার নেতৃত্বাধীন দলের লোকজন একত্রিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্নালি জোয়ারদার রিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জোয়ারদার মনিরুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হালিম জোয়ারদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সব্দাল শেখ, ইউপি সদস্য ফিরোজা ইয়াসমিন, সাবেক ইউপি সদস্য রিয়াজুল বিশ্বাস, আবুল হাসেমসহ উভয় পক্ষের শতাধিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Explore More Districts