লবণচরায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত

লবণচরায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর লবণচরা থানা এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন মো: শাকিল এবং শিহাব চৌধুরী। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে থানা পুলিশ এ ঘটনায় কাউকে এখনও আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে গুলির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে লবণচরা থানাধীন নিজ খামার পাকা রাস্তার মাথায় অশোকের গ্যারেজের সামনে গুলির ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ১টি মোটরসাইকেলে করে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলে হোগলাডাংগার বাসিন্দা মো: শাকিল এবং
নিজখামার এলাকার বাসিন্দা পথচারী শিহাব চৌধুরী গুলিবিদ্ধ হন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাকিলের বুক ও কোমরের ডান পাশে এবং শিহাবের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ১১/১২ ওয়ার্ডে ভর্তি করেন।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে গুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তকারী ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে আহত শাকিলের বিরুদ্ধে মাদক ও মারামারির মামলা রয়েছে বলে তিনি জানান।

Explore More Districts