গোয়ালন্দের ছোটভাকলায় সরকারের উন্নয়ন সাফল্য বিষয়ক মত বিনিময় সভা |

গোয়ালন্দের ছোটভাকলায় সরকারের উন্নয়ন সাফল্য বিষয়ক মত বিনিময় সভা |
বক্তৃতা করছেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা সরকারের উন্নয়ন সাফল্য বিষয়ক মত বিনিময় সভা অনিষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী মর্জী, রাজবাড়ী জেলা যবলীগের সভাপতি মো. শওকত হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক গোয়ালন্দ পৌর মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ,ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন,ছোটভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা।

Explore More Districts