যশোরে কলেজ শিক্ষর্থী অপরহরনের ঘটনায় মামলা

যশোরে কলেজ শিক্ষর্থী অপরহরনের ঘটনায় মামলা

যশোরে এক কলেজ শিক্ষার্থী অপহরনের ঘটনায় মামলা হয়েছে। অপহৃত
কলেজ শিক্ষার্থীর পিতা সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত লোকমান
বিশ^াসের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) অপহরনের ৫ দিন পর ১ অক্টোবর
কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় শাহবাজপুর দক্ষিনপাড়ার আশরাফের
ছেলে তপু (১৯) তার সহযোগী একই গ্রামের মৃত আকবরের ছেলে শরিফুল
ইসলামসহ (৫০) অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করা হয়।

মামলায় সিরাজুল ইসলাম বলেন, তার মেয়ে শাহরিন আক্তার লিমা (১৭)
বারিনগর কাজি নজরুল ইসলাম কলেজ থেকে চলতি বছর এইচ এস সি
পরীক্ষা দিয়েছে। কলেজে যাওয়া আসার পথে আসামি তপু আমার মেয়েকে
উত্যক্তসহ আজেবাজে কথাবার্তা বলতো ও প্রেমের প্রস্তাব দিতো।

আসামির প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে অপহরন করে ক্ষতি
করার ষড়যন্ত্র করে। বিষয়টি জানতে পারে আসামি তপুকে এ ধরনের
কার্যকলাপ করতে নিষেধ করা হয় ও আসামি শরিফুল ইসলামকে জানানো
হয়। আসামিরা এ সব কথায় কোন কর্নপাত করে না। ২৭ সেপ্টেম্বর
সকালে আমার মেয়ে কলেজে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে নিদিষ্ট সময়
বাড়ি ফিরে না আসায় খোঁজাখজি করাকালে জানতে পারি পরীক্ষা শেষে
বাড়ি ফেরার সময় কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি তপু
সহযোগী আসামিদের সহযোগিতায় ফুসলিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে
আমার মেয়েকে অপহরনে করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

ঘটনার রাতে আমার মেয়ে একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে জানায়
আসামি তপু তাকে আটক করে রেখেছে। আসামিদের বাড়ি যেয়ে
মেয়েকে ফেরত দিতে বললে ফেরত দেবে না বলে জানায়। পারলে উদ্ধার করে
নিতে বলে। পরের দিন ২৮ সেপ্টেম্বর সকালে আসামি শরিফুল ইসলামসহ
সহযোগী অজ্ঞাত নামা আসামিরা আমার বাড়ি এসে এ বিষয় নিয়ে
বাড়াবাড়ি করলে মারপিট খুন জখমসহ হয়রানি মূলক মামলা করবে বলে
হুমকি দেয়।

মেয়েকে খুজে না পেয়ে সিরাজুল ইসলাম মামলা করতে বাধ্য
হয়। মামলার তদন্ত কর্মকর্তা এস আই রোকানুজ্জামান জানান, কোন
আসামি এখনো গ্রেফতার হয়নি।

Explore More Districts