পৌরসভার মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান

পৌরসভার মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসান



Post Views:
১০৩

মাসুদ আলী:

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে দৈনিক কাফেলা অফিস সংলগ্ন বই মেলার সামনে থেকে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের সামনের মোড় পর্যন্ত ১৫০ মিটার এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় তিনি বলেন, ‘আমরা এই তিনমাস দায়িত্ব নেওয়ার পরে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার টেন্ডার করেছি। জার্মানির যে প্রজেক্ট ওটা সাতক্ষীরায় ল্যান্ড করার পর সাতক্ষীরা পৌরসভা একটি নান্দনিক পৌরসভা হিসেবে পৌরবাসীর কাছে উপহার দিতে পারবো। আগামী ছয় মাসের মধ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ হবে। আমি বিশ্বাস করি এই রাস্তা খুবই সুন্দরভাবে হবে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। এসময় তিনি আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এখনো প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার টেন্ডার হবে। বর্তমানে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার কাজ চলমান আছে। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা অসুস্থতার কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রুত রোগ মুক্তি কামনা করেন তিনি।’

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রাস্তাটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম নূরী, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী, ডা. কাজী রফিকুল হক, রাশেদুল হক রাজু, শেখ মোঃ মারুফ, কাজী ফয়সাল, রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts