ফেনীর শ্রমিক লীগ নেতা আলীর অফিসে বিএনপির রোডমার্চ’র প্রস্তুতি সভা

ফেনী | তারিখঃ September 29th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 5650 বার

নিজস্ব প্রতিনিধি->>

ফেনীতে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলীর ব্যক্তিগত অফিসে বিএনপি’র রোডমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মহাসড়কের মহিপাল ফিলিং স্টেশনের সামনে ভূঁইয়া ট্রান্সপোর্ট এজেন্সিতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এতে কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি, ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। সম্প্রতি তিনি ট্রাকভর্তি সয়াবিন তেল চুরির মামলার জেল খেটে জামিনে বেরিয়েছেন।

এদিকে শ্রমিকলীগ নেতার ব্যক্তিগত অফিসে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ায় শ্রমিক লীগ, আওয়ামী লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলেরর বেশ কয়েক নেতা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগকে বুকে লালন করে এধরনের একজন বিএনপিপন্থী কর্মী আওয়ামী লীগের মতো সংগঠনের কিভাবে সম্পৃক্ত হয়?

ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীরা আরও বলেন, শ্রমিক লীগের একজন দায়িত্বশীল নেতারা অফিসে বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বৈঠক এটি নিঃসন্দেহে দলের সাথে হঠকারিতার শামিল। অনতিবিলম্বে এই নেতাকে দল থেকে বহিষ্কারেও দাবি জানান তারা।

প্রসঙ্গত, মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি, ট্রাকসহ মালামাল লুট করাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

Explore More Districts