Post Views:
২১৯
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে লতিফ শেখ
পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি ২০১৪ সালে দায়রা ৪৫৬/১০ নম্বর মাদক মামলায় পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে খুলনার একটি আদালত। সেখান থেকেই আসামি লতিফ শেখ আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা থেকে গ্রেপ্তার করেছে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই হাসান রহমান।