ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৩১৬ জন।

রোববার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন রয়েছেন রাজধানী ঢাকার। আর রাজধানীর বাইরের রয়েছেন ৯ জন। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৯৪ জন। ডেঙ্গুতে সারাদেশে মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। ঢাকায় মৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশ এবং ঢাকার বাইরে শূন্য দশমিক ৩ শতাংশ।

সবশেষ ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮১২ জন ঢাকায় এবং ২ হাজার ১৯৬ জন ঢাকার বাইরে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ৪৭০ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

/এনকে

Explore More Districts