কুমিল্লায় মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি – Ajker Comilla

কুমিল্লায় মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

সেপ্টেম্বর ২৪, ২০২৩


কুমিল্লায় মাদকসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায়  মাদকসহ আটক হওয়া  মহানগর ছাত্রলীগের অন্তর্গত ২২নং ওয়ার্ডের যুগ্ম – আহ্বায়ক মেহেদী হাসানকে ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আজিজ সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক  আবদুল আজিজ সিহানুক  জানান,  জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, “মেহেদি হাসান” কে সংগঠন পরিপন্থী এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের  পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

আপনাদের কারো কাছে যদি কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোন ইউনিটের কারো বিরুদ্ধে কোন অবৈধ বা সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ থাকে তাহলে আমাকে প্রমাণসহ  অবহিত করবেন, আমি সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিবো। প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করে সে ব্যবস্থাও নেয়া হবে।

উল্লেখ্য যে, শুক্রবার রাত ৮ টায় কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে ৬ হাজার ২ শত পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ অর্থসহ আটক করে থানা পুলিশ।

 

 
































আর পড়তে পারেন













Explore More Districts