মাটিরাঙ্গা জোন কর্তৃক ভারতীয় অবৈধ ঔষধ ও কসমেটিকস জব্দ | ctgnews.com

মাটিরাঙ্গা জোন কর্তৃক ভারতীয় অবৈধ ঔষধ ও কসমেটিকস জব্দ | ctgnews.com
মাটিরাঙ্গা জোন কর্তৃক ভারতীয় অবৈধ ঔষধ ও কসমেটিকস জব্দ

       

Advertisement

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০প্রকারের ভারতীয় ঔষধ এবং কসমেটিকস জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩লাখ ১৫ হাজার টাকা।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পলাশপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করার সময় পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় ঔষধ এবং কসমেটিকস জব্দ করা হয়।

Advertisement


CTG NEWS

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার (টিএ) মো: শেখ দিদারুল আলম এর নেতৃত্বে একটি সি টাইপ টহল এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম সহ
যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময়, মাটিরাঙ্গা পৌরসভা ০৪ নং ওয়ার্ড পলাশপুর নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ঔষধ এবং কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ ঔষধ এবং কসমেটিকস মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পন্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। এব্যাপারে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts