অক্টোবরের মধ্যে সরকারকে বিদায় নিতে হবে: দুদু

অক্টোবরের মধ্যে সরকারকে বিদায় নিতে হবে: দুদু

অক্টোবরের মধ্যে সরকারকে বিদায় নিতে হবে: দুদু

অক্টোবরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৭ সেপ্টেম্বর) প্রেসক্লাবের এক অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানকে সরকার নির্বাসন দিয়েছে। খালেদা জিয়াকে অবিলম্বেই মুক্তি দিতে হবে। দুদুর অভিযোগ, সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তবে নির্বাচনের আগেই সেই ক্ষমতা ছাড়তে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানুষের মুখকে বন্ধ করার জন্য করা হয়েছে। এত বড় অপকর্ম, দুর্নীতি ভাবা যায় না।

এটিএম/

Explore More Districts