একবার নিজের পছন্দের একেবারে মৌলিক ইমোজি তৈরি করা হয়ে গেলে, ওই ইমোজির PNG ফাইল ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারী। আবার কেউ চাইলে WhatsApp, iMessage-সহ নিজের পছন্দের যেকোনও অ্যাপেও শেয়ার করার সুবিধা পাওয়া যেতে পারে। তবে এটা ঠিক যে Gboard-এর তুলনায় ওয়েবে ইমোজির সংখ্যা কম। এই ফিচারটি মোবাইল ব্রাউজারেও ব্যবহার করা যেতে পারে। ফলে যেকোনও ব্যক্তি নিজের ডিভাইস থেকে তৈরি করে ফেলতে পারেন তাঁর মনের মতো ইমোজি।
