ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফেনী | তারিখঃ September 15th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 2020 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকেলে শহরের ইসলামপুর সড়কের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী সহ কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল আহাম্মদ মজুমদার, সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক।

বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এড মেজবাহ উদ্দিন ভূঁঞাঁ, যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত প্রমুখ।

সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Explore More Districts