বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর করলেন জায়েদ খান

বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর করলেন জায়েদ খান

বিমানবন্দরেই নতুন ছবির চুক্তি স্বাক্ষর করলেন জায়েদ খান

কলকাতার নায়িকা সায়ন্তিকাকে নিয়ে একটি ছবির শ্যুটিং শেষে কক্সবাজার থেকে ফিরছিলেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদে খান। তারা মূলত ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমার শ্যুটিং শেষে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এসে নামেন ঢাকায়। সেখান থেকে সায়ন্তিকার যাওয়ার কথা কলকাতায় আর জায়েদ খানের ফেরার কথা ছিলেন নিজ বাসায়।

তবে বিমানবন্দরে ঘটে গেলো এক অদ্ভুত ঘটনা। বিমানবন্দরে এই তারকাদ্বয় আটকা পড়লেন আরেকটি সিনেমার প্রযোজক-পরিচালক-নাট্যকারের হাতে। তারা আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন জায়েদ ও সায়ন্তিকার জন্য।

এ সময় খুব আনন্দের সাথে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, এটা আমার ও সায়ন্তিকার সিনেমা জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। বিমানবন্দরেই চুক্তিবদ্ধ হতে হলো নতুন ছবির জন্য। চুক্তিতে সই করেই শায়ন্তিকাকে কলকাতার ফ্লাইট ধরতে হয়েছে।

জায়েদ জানান, আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবির নাম ‘টাইগার’। সিনেমাটির ধরন অ্যাকশন-থ্রিলার। যার বেশিরভাগ শুটিং হবে ইংল্যান্ডে।

এটিএম/

Explore More Districts