রাজবাড়ী বার্তা ডট কম :
শ্যামলী পরিবহনের সাথে দ্বন্দের জের ধরে রাজবাড়ী-ঢাকা ও ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে ।
মঙ্গলবার ভোর থেকেই পুর্ব ঘোষনা ছাড়া রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস বন্ধ করে দেয় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি ও ঢাকা থেকেও রাজবাড়ীতে কোন বাস ছেড়ে আসেনি। এতে রাজবাড়ী থেকে ঢাকাগামী যাত্রিরা পড়েন চরমে বিপাকে। তারা ভেঙ্গে ভেঙ্গে লোকাল বাস, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে দৌলতদিয়া ঘাট পার হয়ে ঢাকায় যান।
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহন কোন সিদ্ধান্ত ছাড়াই ঢাকা-রাজবাড়ী রুটে তাদের ট্রিপ বাড়িয়েছে এতে বাধা দিলে তারা রাজবাড়ীর কোন বাস ঢাকায় ঢুকতে দিচ্ছে না। আবার গাবতলি থেকে কোন বাস রাজবাড়ীতেও আসতে দিচ্ছে না। যে কারণে রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য রুটের বাস চলাচল স্বাভাবিক আছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘ডিসি স্যার আমাদের বাস চালানোর জন্য সিদ্ধান্ত দিয়েছেন। রাত ৮ টা ৪০ মিনিট থেকেই বাস চলাচল শুরু করেছি। আগামী শুক্রবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আমাদের মিটিং হবে। মিটিংয়ে সব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা সব সময় সচেতন। রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হবার পর আমি পরিবহন সংশ্লিষ্ট ঢাকার বিভিন্ন মহলে কয়েক দফা কথা বলেছি। অবশেষে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধ মিমাংসা করতে পেরেছি। এই মুহূর্ত থেকেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়ে গেছে। আগামী শুক্রবার বিকেলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের ঢাকায় মিটিং হবে। তাদের মধ্যে আরও যেসব সমস্যা আছে, তা ওই মিটিংয়ের মাধ্যমে সমাধান হবে।