বড়লেখায় নিসচার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির সমাপ্তি

বড়লেখায় নিসচার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির সমাপ্তি

বড়লেখায় নিসচার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির সমাপ্তি

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আজ সমাপ্তি হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫ টায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানের সমাপনী দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার অর্থ সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমনের তত্ত্বাবধানে তালিমপুর ইউনিয়নের হাকালুকি দারুস সুন্নাহ্ মোহাম্মদীয়া মাদ্রাসায় ও অপরদিকে নিসচা বড়লেখা উপজেলা শাখার ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহনের তত্ত্বাবধানে বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, শাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও সড়কের ফাকা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করে। দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজির উদ্দিনের সৌজন্যে মাসব্যাপী দুইশত গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এসএ

Explore More Districts