শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে অজ্ঞাত পর্যটকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে অজ্ঞাত পর্যটকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্ট থেকে বেড়াতে আসা অজ্ঞাত এক (৪৮ বছর) পর্যটকের লাশ উদ্বার করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ডলুবাড়ি এলাকার লেমন গার্ডেন রিসোর্ট থেকে লাশটি উদ্বার করা হয়।

রিসোর্ট কর্তৃপক্ষ ও শ্রীমঙ্গল থানা সূত্রে জানায়, গত ২৫ আগস্ট সকালে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার খাসের বাড়ি এলাকার পরিচয় দিয়ে নুরুল আমিন রাব্বি ও তার সাথে আরো তিনজন লোক লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসের রুম এর ৫ নং কক্ষটি ভাড়া করে উঠেন। আজ চলে যাওয়ার কথা। কিন্তু তারা রিসিপসনে না আসায় রিসোর্টের স্টাফর সহিদুল ইসলাম দুপুরে তাদের চেক আউটের কথা বলতে রুমে যান। গিয়ে রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখে সন্দেহ হলে ডাকাডাকির একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা খুলে রুম থেকে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

শ্রীমঙ্গল থানা পুলিশ বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, জনৈক নুরুল আমিন রাব্বি তার সংগীয় অজ্ঞাত নামা ২ জনসহ গত ২৬/৮/২৩ইং রাত আনুমানিক ১০ ঘটিকা হতে রবিবার সকাল ৬টার মধ্যে যে কোন সময় উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিকে লাঠিদিয়ে মাথায় একাধিক আঘাত করে খুন করে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেছেন, বিস্তারিত পরে জানানো যাবে। এখন তদন্ত চলছে। তবে আমরা ধারণা করছি লোকটিকে হত্যা করে তার সাথের লোকজন পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এসএ

Explore More Districts