‘ভারতের চন্দ্রযান পাঠাতে লেগেছে ৯০০ কোটি, ছাত্রলীগ নেতা পাচার করেছেন ২০০০ কোটি’

‘ভারতের চন্দ্রযান পাঠাতে লেগেছে ৯০০ কোটি, ছাত্রলীগ নেতা পাচার করেছেন ২০০০ কোটি’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছে। টাকা লেগেছে ৬৫০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা। আর ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, তিনি পাচার করেছে ২ হাজার কোটি টাকা।রোববার (২৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ওবায়দুল কাদেরকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। এ জন্য মাঝেমধ্যে তার মুখ দিয়ে এসব কথাবার্তা বলানো হচ্ছে। কিন্তু ক্যানসারের ঘা হলে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ, ভেতর থেকেই আওয়ামী লীগের জীবনীশক্তি শুকিয়ে যাচ্ছে। আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। আর এসব বলে সরকারের পরিণতি ঠেকানো যাবে না।এর আগে শনিবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।’এ প্রসঙ্গে কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো বলে নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করলেও কি আর মনোবল চাঙা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, অর্থনীতিকে যেভাবে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এটা আপনারা ঠেকাতে পারছেন না। এখন জোর-জুলুম করে, বিরোধী শক্তির ওপর একেবারে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদের থেঁতলা করে, ঝাঁঝরা করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবেন? পারবেন না।’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

Explore More Districts