শ্যামনগরের কলেজ ছাত্রী ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচারে কিবরিয়া গ্রেফতার

শ্যামনগরের কলেজ ছাত্রী ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচারে কিবরিয়া গ্রেফতার



Post Views:
২৭২

শ্যামনগর প্রতিনিধি:

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের এক অভিযানে যশোরের ঝিকরগাছা হাসপাতাল মোড় থেকে শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ এবং অশ্লীল ভিডিও প্রচার মামলার প্রধান আসামী মো. কিবরিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। ২৫ আগস্ট রাত অনুমান ২.৪০ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিম শ্যামনগর থানাধীন হায়বাতপুর এলাকায় যাওয়ার সময় প্রধান আসামীর সহোযোগীসহ ভিকটিমকে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ ও অশ্লীল ভিডিও চিত্র ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে ১৭ আগস্ট ২০২৩ তারিখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট আনুমানিক রাত ২.৪০ টার সময় যশোর জেলার ঝিকরগাছা থানার হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেপ্তার করে।

মোঃ কিবরিয়া শ্যামনগরের বুড়িগোয়ালিনি ইউনিয়নের ভামিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Please follow and like us:


Tweet
20

Explore More Districts