- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- নাসিক ২৪নং ওয়ার্ডে বিট পুলিশিং এলাকায় মতবিনিময় অনুষ্ঠিত
বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : আগস্ট, ২৫, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ
- 32 পড়েছেন
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের উদ্যোগে তৃণমূল সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করেন
বন্দর থানা কমিটির সংগঠনের নেতাকর্মীরা।
বন্দর থানা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মুহাম্মদ খালিদ ও মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুল আলম, নাসিক ২৪ নং ওয়ার্ড নেতা আলতাফ হোসেন সহ বন্দর থানা কমিটির নেতৃবৃন্দ ও নাসিক ২৪ ও ২৫ ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে শতশত নেতাকর্মীরা এসে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করেছেন।