সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৩ জন। এটাই সর্বোচ্চ রেকর্ড সংখ্যা ডেঙ্গু রোগীর। এরমধ্যে একজন বেসরকারি হাসপাতালে। অন্যরা সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির মধ্যদিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪৮ জন। ২২ জন রোগীকে এক হাসপাতাল থেকে অপর হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানান, চিকিৎসা বিভাগ।

সবচেয়ে বেশি রোগী ১৫৭ জন চিকিৎসা নিয়েছেন সামেক হাসপাতালে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৫৬ জন কলারোয়ায়। সাতক্ষীরা সদর হাসপাতালে ৩৬ জন, কালিগঞ্জে ২২ জন, শ্যামনগর ও দেবহাটায় ১২ জন করে, তালায় ১১ জন, আশাশুনি ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন। এ পর্যন্ত ৪ জন রোগী মারা গেছেন। এরা সবাই সামেক হাসপাতালে ভর্তি ছিলেন।

Explore More Districts