টঙ্গীতে ড্রীম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত – Daily Gazipur Online

টঙ্গীতে ড্রীম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত – Daily Gazipur Online

জাহাঙ্গীর আকন্দ:স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ড্রীম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে মুধুমিতা এলাকার শেরে বাংলা রোড সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের অফিসে এ আয়োজন করা হয়।
এ সময় ড্রীম ফাউন্ডেশনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, ৫৬নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল মাদবর, দুলাল, কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts