ওয়াশিং মেশিনের কেজি-টা আসলে কী? কেনার আগে জানুন আপনার উপযুক্ত কোনটি, নয়তো অপচয়!

ওয়াশিং মেশিনের কেজি-টা আসলে কী? কেনার আগে জানুন আপনার উপযুক্ত কোনটি, নয়তো অপচয়!

ওয়াশিং মেশিন কেনার সময় আরেকটি বিবেচ্য বিষয় হল যে, বেশি ক্ষমতার ওয়াশিং মেশিনগুলি কম ক্ষমতার মেশিনের চেয়ে ভারী এবং বড় হয়। ফলে, বড় মেশিন বাড়িতে ধরবে কি না তা নিশ্চিত করতে, কেনার আগে একটি মেশিনের আকার নিয়েও ভাবা উচিত।

Explore More Districts