আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। যশোর বোর্ড থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৩৫৫ শিক্ষার্থী। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ।
যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, ১০ জেলা থেকে পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ১০ হাজার ৩৫৫ পরীক্ষার্থীর ৫৫ হাজার ২১৩ জন ছেলে ও মেয়ে ৫৫ হাজার ১৪২। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১৮ হাজার ৭৭৮ পরীক্ষার্থী। মানবিকে ৭৭ হাজার ১৮ ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৪ হাজার ৫৫৯ পরীক্ষার্থী। নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭৩৭ । অনিয়মিত পরীক্ষার্থী ১১ হাজার ৩৯৯।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেছেন, তাই গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেশি।