রাজবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার |

রাজবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার |

 

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত রবিবার রাতে অভিযান চালিয়ে ৩ জন মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে।

 

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার এসআই মাহবুব হোসেন, এসআই কামরুল হাসান, সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

 

সে সময় মোটরসাইকেল চুরি মামলার আসামি হিসেবে ফরিদপুর জেলা সদরের ২নং হাবিল গোপালপুর গ্রামের আহাইলা মন্ডলের ছেলে জালাল মন্ডল (২২) ও বিল্লাল মন্ডল (১৯) এবং রাজবাড়ী জেলা সদরের চর লক্ষীপুর গ্রামের (জনৈক নুরুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া) মোকলেস মোল্লার ছেলে মোঃ মুরাদ মোল্লা(৩০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Explore More Districts