কুমিল্লায় থানার গাছ উপড়ে পড়ে সড়কে ৫ কিমি দীর্ঘ যানজট

কুমিল্লায় থানার গাছ উপড়ে পড়ে সড়কে ৫ কিমি দীর্ঘ যানজট

কুমিল্লার দেবীদ্বারে থানার গাছ উপড়ে পড়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) ভোর রাত ৪টা ৪০ মিনিটে এ ঘটনাটি ঘটে। ফলে দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তা চলাচলে যাত্রীদের। এসময় অফিসগামী যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় দেবীদ্বার থানার বাউন্ডারির ভিতর থেকে একসাথে ৩টি গাছ (চামল, নাড়িকেল, মেহাগুনি) কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর উপড়ে পড়েছে। সড়কের ওপর গাছগুলো পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, এতে রাস্তার দু’পাশে প্রায় দীর্ঘ ৫-৬কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টা যাবৎ সড়ক থেকে গাছগুলো সড়িয়ে নিতে দেবীদ্বার পৌরসভার কর্মী, থানা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা আরো বলেন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অনেক জায়গায়
মরা গাছগুলো ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। যেকোনো সময় তা ভেঙ্গে পড়ে বড়ধরনের দূর্ঘটনা ও যানজটের সৃষ্টি হতেপারে। তাই এ বিষয়েও ব্যাবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপদ বিভাগকে অনুরোধ করবো।

দুপুর পৌনে ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচলের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে, থেমে থেমে চলছে যানবাহন।

এ বিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর সকাল সোয়া ১১টায় জানান, বৃষ্টির কারণে ভোর রাতে গাছ উপরে সড়কে পড়েছে, আমরা সড়কে যানচলাচল সচল করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Explore More Districts