রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনা: মাথা ছাড়া অবশিষ্ট নেই কিছু বৃদ্ধ তাজু মন্ডলের

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনা: মাথা ছাড়া অবশিষ্ট নেই কিছু বৃদ্ধ তাজু মন্ডলের

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় তাজু মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাজু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর গ্রামের মৃত কবু মন্ডলের ছেলে।

সোমবার সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ নিহত ব্যক্তির ছিন্ন ভিন্ন থেতলানো মরহেদ উদ্ধার করা হয়েছে। এর আগে ভোর রাতে অজ্ঞাত যানবাহনের চাপায় নিহত হন বৃদ্ধ তাজু মন্ডল।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) এসরাকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের ছিন্নভিন্ন থেতলানো মরদেহ উদ্ধার করেন। বিকালে ওই বৃদ্ধের পরিচয় উদ্ধার করার পাশাপাশি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃদ্ধ তাজু মন্ডল মানসিক প্রতিবন্ধী ছিলেন। সময় অসময়ে বাড়ী থেকে বের হয়ে যেতেন।

(Visited 12 times, 1 visits today)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Explore More Districts