শনিবার সকালে ঝিকরগাছায় কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণে সহয়তায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরকারের উন্নয়ন প্রচার করা হয়। যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, উদ্যোক্তা মোস্তফা আশীষ ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। এর আগে ডিজিটাল পদ্ধতিতে ১৫ হাজার মানুষকে এসএমএসের মাধ্যমে এই অনুষ্ঠানের কথা জানানো হয়, ঝিকরগাছা সদর ইউনিয়নের দোস্তপুর গ্রামের মো: হাফিজুর বলেন, আমি মোবাইলে মেসেজ পেয়ে অনুষ্ঠানে এসেছি। স্মার্ট কার্ড পাওয়ার জন্য অনুষ্ঠান থেকে সঠিক পরামর্শ পেয়েছি।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, উদ্যোক্তা মোস্তফা আশীষ ইসলাম। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, সাবেক উপজেলা যুবলীগ নেতা আতিয়ার রহমান, উপজেলা যুবলীগ সদস্য জাফিরুল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, পৌর কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজা, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ গোলাম হোসেন,
মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাতেম আলী, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, গদখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হযরত আলী, সমাজসেবক আব্দুল্লাহিল কাফি প্রমূখ।
উল্লেখ্য, আগষ্টের শেষ সপ্তাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত সকল ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করবে নির্বাচন কমিশন। সাধারণ ভোটাররা যাতে সহজে স্মার্ট কার্ড পেতে পারে এসংক্রান্ত নির্দেশনা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ নেতা মোস্তফা আশিষ ইসলাম।
মোস্তফা আশীষ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ক্ষুদ্র কর্মী হিসেবে ঝিকরগাছা উপজেলায় নির্বাচন কমিশন কর্তৃক স্মার্ট কার্ড বিতরণে চৌগাছা উপজেলার ন্যায় নিজ উপজেলায় আপনাদের নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সাধারণ জনগণ বাড়ি বসে এ বিষয়ে সঠিক তথ্য ও বর্তমান সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য তুলে ধরতে স্ব-শরীরে মাঠে ও ডিজিটালি থাকবো ইনশাআল্লাহ।
এ কার্যক্রমের মাধ্যমে স্মার্ট জনগণ, স্মার্ট কর্মী তৈরি করা হবে। তৈরী হবে স্মার্ট সমাজ। জনগণের সাথে থেকে এই কার্যক্রমে শতভাগ কার্ড বিতরণে সবার সহযোগিতা চাই। যারা শুধুমাত্র এসএমএস পেয়ে এসেছেন তাদের প্রতি রহিল বিশেষ ভালবাসা। আসুন স্মার্ট ঝিকরগাছা গঠনে অবদান রাখি।